Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের কার্যাবলী

 

গ্রাম পুলিশের কার্যাবলীঃ

 

১। গ্রাম পুলিশ গন ইউনিয়ন পরিষদ অফিসে নিয়মিত ডিউটি করেন এবং অফিসের যাবতীয় কার্যাদী

    সম্পন্নতে সহায়তা করেন

২। তারা রাত্রি কালিন সময়ে গ্রামে গ্রামে পাহারা দেন

৩। তারা নিয়মিত প্রতি রবিবার সংশ্লিষ্ট উপজেলায় ও থানায় হাজিরা দেন এবং প্রয়োজনীয় তথ্যাদী প্রদান

     করেন

৪। জন্ম মৃত্যুর তথ্যদী নিয়মিত ভাবে রেজিষ্টার ভুক্ত করতে ইউনিয়ন পরিষদকে সহায়তা করেন।

৫। এরাকায় যাতে চুরি ডাকাতী না হয় তাতে তারা সার্বক্ষনিক পাহারা দেন

৬। বরেন্দ্র এলাকার ফসল রক্ষার জন্য তারা দিনে ও রাতে পাহারা দেন

৭। ইউনিয়নের ভিজিডি খাদ্যশষ্য বিতরনে সহায়তা করেন।

৮। বিভিন্ন প্রকার অফিসিয়াল চিঠি পত্র জেলা ও উপজেলায় পৌছে দেন।

৯। গ্রাম আদালতের কেসের নোটিশ জারী করেন।

১০। আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন সংস্থার সাথে সহযোগিতা করে থাকেন।

১১। রাস্তার ধারে রোপিত বৃক্ষাদী রক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকেন।

১২। রাস্তার ঘাট ব্রিজ কালভার্ট ইত্যাদী সংরক্ষনে তারা সব সময় খেয়াল রাখেন।

১৩। এছাড়া প্রয়োজন বোধে যখন যেখানে দরকার হয় তখনই তারা সাধারণ জনগন এবং বিভিন্ন সংস্থা

       দপ্তরকে সাবিংক সহযোগিতা করে থাকেন।