Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরপত্র বিজ্ঞপ্তি
বিস্তারিত

দরপত্র বিজ্ঞপ্তি

                      

                                                            তারিখঃ ২৩/০৪/১৮ ইং  

ওয়ার্ড নং-৪,৫,৭ ও ৯                                                                                              ইউনিয়নঃ ৪নং নেজামপুর 

উপজেলাঃ নাচোল।                                                                                        জেলাঃ চাঁপাই নবাবগঞ্জ

 

প্রকল্পঃ১)  বৈদ্যপুর গ্রামে মোজাফফরের বাড়ীর নিকট প্রটেকসান ওয়াল।

         ২) নেজামপুর গোয়াবাড়ী উজিরের বাড়ীর নিকট জলমর্টার স্থাপন।  

          ৩) দোগাছী জানমহাম্মদ,হরিরামপুর সুকল ও বকুলতলা মাদরাসায় ট্যাংকিসহ জলমর্টার স্থাপন।

 

এর জন্য যোগ্য ব্যবসায়ী/ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট থেকে সীলমোহরকৃত দরপত্র আহবান করা যাচ্ছে।

 শর্তাবলীঃ

১) সীলমোহরকৃত দরপত্র অবশ্যই নিম্নোক্ত ঠিকানায় আগামী ৩০/০৪/২০১৮ ইং তারিখ দুপুর ১২ টার সময় জমা দিতে হবে। দরপত্র একই জায়গায় এবং একই  তারিখে বৈকাল ২:১৫ টার সময় জনসম্মুখে খোলা হবে। খোলার সময় দরদাতা বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন ও অপেনিং সীটে স্বাক্ষর করতে পারবেন।

২) অংকে ও কথায় একক ও মোট মূল্য উল্লেখ করতে হবে। (প্রয়োজনমত পরিবহণ ব্যয়সহ বা ব্যতীত)।

৩) দরদাতাকে অবশ্যই প্রয়োজনীয় মান সম্পন্ন ও সম্পূর্ণ পরিমাণে মাল ও দ্রব্যসামগ্রী প্রস্তাব করতে হবে। যদি একাধিক আইটেম থাকে তবে সকল আইটেম।   

৪) প্রস্তাবিত দর অবশ্যই দর দাখিলের শেষ দিন থেকে ৬০ দিন পর্যন্ত বহাল থাকবে।

৫) সরবরাহবা কার্যাদেশ পেলে সরবরাহকারীকে সম্পুর্ন মালামাল/দ্রব্য সামগ্রী সরবরাহ আদেশের তারিখ হতে          দিনের মধ্যে সরবরাহ করতে হবে। প্রাকৃতিক অথবা নিজ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ ছাড়া নির্ধারিত সময় থেকে বিলম্ব হলে সরবরাহের সর্বশেষ দিনের পর থেকে সরবরাহকৃত মালামাল/দ্রব্য মোট মূল্যের ১% হারে চুক্তির মোট মূল্য থেকে কর্তন করতে হবে।

৬) উদ্ধৃত মূল্যের এবং প্রস্তাবিত দ্রব্য/ মালামালের মান ও পরিমাণের ভিত্তিতে দরপত্র মূল্যায়ন করা হবে। দ্রব্য ও মালামালের মান ও পরিমাণের ভিত্তিতে   সর্বনিম্নদরদাতাকে কার্যাদেশ প্রদান করা হবে।

৭) সন্তোষজনকভাবে দ্রব্য/ মালামাল সরবরাহ সম্পাদনের পর অবিলম্বে বিল পরিশোধ করা হবে। কোন অবস্থায় কোন প্রকার অগ্রীম প্রদান করা হবে না।

৮) কার্যাদেশ জারীর সময় কমিটি দ্রব্য/ মালামাল সরবরাহের পরিমাণ ১৫% হ্রাস বা বৃদ্ধি করতে পারবে।

৯) দরদাতা কর্তৃক উপরে বর্ণিত শর্তাবলীর সাথে অসামঞ্জস্য বা বিরোধপূর্ণ কোন শর্ত আরোপ করা হলে উক্ত দরপত্র বাতিল বলে গণ্য হবে।

 

বিতরণঃ

১। ইউপি নোটিশ বোর্ড।

২। ইউপি চেয়ারম্যান

৩। হাট/বাজার।

৪। তদারকী কমিটি

৫। অফিস নথি ।

 

সভাপতি-

 

প্রকাশের তারিখ
16/02/2019
আর্কাইভ তারিখ
17/02/2019