স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার জন্য অত্র ইউনিয়নে হাটবাকইল গ্রামে একটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স ভবন রয়েছে। যার মাধ্যমে সাধারণ খেটে খাওয়া লোকজন অসুখ-বিসুখ হলে সেখান থেকে ঔষুধ পত্র নিয় আসে এবং পরিবারকে ছোট রাখার জন্য প্যানথার কনডম এবং পিল সরকারীভাবে বিনা মুল্যে প্রদান করা হয়। দুট সন্তানের বেশী নয় একটি হলে ভাল হয়।