৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদটি একটি প্রত্যন্ত অঞ্চলে হলেও এর যোগাযোগ ব্যবস্থা মোটামোটি ভাল। এই পরিষদটি নেজামপুর থেকে ০৫ (পাঁচ) কিলোমিটার পূর্বে রতিপুর মৌজা, হাটবাকইল গ্রামে অবস্থিত। বাইসাইকেল, মোটরসাইকেল, ভুটভুটি, ভ্যান, অটোরিক্সা, বাস ইত্যাদি জানবাহনের মাধ্যমে জরুরী যোগাযোগ করা সম্ভব।