Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৪নং নেজামপুর ইউনিয়ন

এক নজরে ৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদ

          কালের স্বাক্ষী বহনকারী বরেন্দ্র এলাকায় ইলামিত্রের তেভাগা আন্দোলনের একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো  নাচোল  উপজেলা । এই উপজেলার আম ও ধানের অঞ্চল হলো ৪নং নেজামপুর  ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ ৪নং নেজামপুর ইউনিয়ন। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল ।

০১।  নাম – ৪নং নেজামপু ইউনিয়ন পরিষদ।

০২। আয়তন –৪৬.৮৩ (বর্গ কিঃ মিঃ)

০৩। জন সংখ্যা – ৩১৭৮০জন।

       (ক) পুরুষ সংখ্যা - ১৬৪৯০ জন

       (খ) মহিলা সংখ্যা - ১৫২৯০

০৪। গ্রামের সংখ্যা – ৫৭ টি।

০৫। মৌজার সংখ্যা – ৫৫ টি।

০৬। খাস জমি - ১১৯৪.৯৬ একর অর্থাৎ- ৪৮৪ হেঃ

০৭। আবাদী জমি - ১৬৫৯৫.৭৮একর অর্থাৎ- ৬৭১৬ হেঃ

০৬। হাট/বাজার সংখ্যা -৬ টি।

০৭। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মিশুক/ভুটভুটি/ভ্যান

০৮। শিক্ষার হার – ৪৭%। (২০১০ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

০৯। সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

১০। বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩টি,     

১১। উচ্চ বিদ্যালয়ঃ ১১টি,

১২। মাদ্রাসা- ০৫টি।

১৩। কলেজ - ০২টি

১৪। গির্জা - ০৩টি

১৪। দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আমিনুল হক

১৫ গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-  নাই

১৬। ঐতিহাসিক/পর্যটন স্থান – ২টি।

১৭। ইউপি ভবন স্থাপন কাল – ২০০৮-২০০৯ইং।

১৮ নব গঠিত পরিষদের বিবরণ –

                                    (ক) শপথ গ্রহণের তারিখ – ১৭/০৫/২০১৬ইং

                                    (খ) প্রথম সভার তারিখ – ১০/০৮/২০১৬ ইং

                                 

১৯। গ্রাম সমূহের নাম –

            

২০ ইউনিয়ন পরিষদ জনবল –

               (ক) নির্বাচিত ইউপি চেয়ারম্যান -০১জন

               (খ) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

               (গ) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               (ঘ) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

২১। মোট খানার সংখ্যা - ৬৪৩৪ টি

২২। হত দরিদ্র পরিবার সংখ্যা - ২৪৪৯ জন

২৩। প্রতিবন্ধি সংখ্যা - ৩৫০ জন

১৪। প্রতিবন্ধি ভাতা ভোগী সংখ্যা - ৬১ জন

২৪। বয়স্ক ভাতার সংখ্যা- ৫৫২

২৫। বিধবা ভাতার সংখ্যা - ২৩৭

২৬। মোট ভিজিএফ প্রাপ্ত সংখ্যা - ৩৩০৫ জন

২৭। মোট ভিজিডি প্রাপ্ত সংখ্যা - ৩২২ জন

২৮। মোট শিক্ষা প্রতিষ্ঠান - ৩৬ টি

২৯। মোট পানির প্রযুক্তি - ৬০৭ টি

৩০। মোট জন্ম নিবন্ধন সংখ্যা - ৩১৭৮০ জন

       (ক) পুরুষ - ১৬৪৯০ জন

       (খ) মহিলা - ১৫২৯০ জন

৩১। মোট বেসরকারি সেবা মূলক প্রাতষ্ঠান -

৩২। মোট এন.জি.ও সংখ্যা - ১৫ টি

৩৩। মোট ব্যাংক সংখ্যা - ০২ টি

৩৪। কবর স্থান -৭২ টি

৩৫। শ্বসান ঘাটি - ১৫ টি

৩৬। বৃক্ষ রোপন - ৩৫০০টি

৩৭। স্যানিটেশন কর্মকান্ড - ৯৫%

৩৮। পূর্বতন চেয়ারম্যানের সংখা - ০৫জন

৩৯। বর্তমান পরিষদ - ১ জন চেয়ারম্যান ও ১২ জন সদস্য

৪০। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম - ১। ভ্যান, ভুটভুটি,নসিমন, সাইকেল, মটর সাইকেল

৪১। ইউপ ভবনের বিবরণ - কমপ্লেক্স ভবন (পাকা)

৪২। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স - ১টি

৪৩। কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক - ৩টি

৪৪। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সংখ্যা - ১০ টি