নেজামপুর ইউনিয়নের ইতিহাসঃ
নেজামপুর ইউনিয়নের ইতিহাস সমৃদ্ধ কেননা অত্র ইউনিয়নের বরেন্দ্র এলাকায় কেন্দুয়া ঘাশুড়া, জগদইল, কামার জগদইল, কৃষ্ণপুর, দক্ষিন চন্ডিপুর গ্রাম গুলিতে বৃটিশ ও পাক আমলে পর্যাপ্ত পরিমানে সাওতালদের বসবাস ছিল। পাক আমলে ইতিহাস বিখ্যাত ইলামিত্রের ডাকে তেভাগা আন্দলোন গড়ে উঠে এবং সাওতাল বিদ্রোহের সুচনা হলে উক্ত গ্রাম গুলির সাথে মুসলমান ও জোতদার দের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাতে বহু প্রান হানী ঘটে এবং সে সব গ্রাম হতে সাওতাল গন প্রতিবেশি রাষ্ট্র ভারতে পালিয়ে যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS